Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেঙ্গারচর পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত
motlob-uttor

ছেঙ্গারচর পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভাকে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে পৌর অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র রফিকুল আলম জজ এ বিষয় উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার।

আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র হাজী মো. রুহুল আমিন, কাউন্সিলর সালাম খান, জহির ঢালী, শাহাদাত হোসেন খোকন, মোঃ মান্নান বেপারী, আল-আমিন সরকার, মো. কুদ্দুস মাস্টার, বোরহান উদ্দিন প্রধান, আহসান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন প্রমূখ।

এছাড়াও নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, মিল্লাতুন নেছা, শিউলী বেগম, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ছেঙ্গারচর পৌরসভাকে মাদকমুক্ত করায় মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদারকে ধন্যবাদ জানান, ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম, মেয়র রফিকুল আলম জজ, প্যানেল মেয়র হাজী রুহুল আমিন’সহ সকল কাউন্সিলরবৃন্দ।

সাধারণ সভা শেষ হওয়ার পর ছেঙ্গারচর পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়ায় সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ৩০ এএম, ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার
ডিএইচ

Leave a Reply