Home / সারাদেশ / এবার পিঠে নয় ছাত্রদের কাঁধে চড়লেন স্কুলের দাতা সদস্য
পিঠে নয় ছাত্রদের কাঁধে চড়লেন স্কুলের দাতা সদস্য

এবার পিঠে নয় ছাত্রদের কাঁধে চড়লেন স্কুলের দাতা সদস্য

সম্প্রতি চাঁদপুরের হাইমচরে এক জনপ্রতিনিধির স্কুলছাত্রের পিঠে ওঠার ঘটনায় সর্বত্র তুমুল সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের কাঁধের ওপর দিয়ে হাঁটার খবর এসেছে।

২৯ জানুয়ারি উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ঘটে।

ছাত্রদের কাঁধের উপর দিয়ে ওই বিদ্যালয়ের জমি দানকারী দিলদার হুসেন প্রিন্সের হাঁটার ছবিটি বুধবার ( ১ ফেব্রুযারি )সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ২৯ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে স্কাউটসের সদস্যরা ‘প্রতীকী সেতু’ তৈরি করে। সেই ‘মানব সেতুর’ ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি দিলদার। এ কাজে তাকে সাহায্য করেন ও উপভোগ করেন স্কুলের শরীরচর্চার শিক্ষক হাফিজুর রহমান।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. আসালজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ স্কাউট সদস্যরা সেদিন শারীরিক কসরত উপস্থাপন করে। ঔ দিন বিদ্যালয়ে দু’টি অনুষ্ঠান চলছিলো । তবে তাদের তৈরি করা মানব সেতুর ওপর দিয়ে প্রিন্স হেঁটে গেছেন কি না, আমি জানি না।’

দিলদার হুসেন প্রিন্স বলেন, ‘ শিক্ষার্থীদের কাঁধের ওপর দিয়ে হেঁটেছি। এর বেশি কিছু নয়।’ (সূত্র : দৈনিক আজকের জামালপুর)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ৫০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply