Home / শীর্ষ সংবাদ / ঈদে চাঁদপুর-চট্টগ্রাম রুটে চার স্পেশাল ট্রেন সার্ভিস
demo-train-chandpur
ফাইল ছবি

ঈদে চাঁদপুর-চট্টগ্রাম রুটে চার স্পেশাল ট্রেন সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ৪টি স্পেশার ট্রেন সার্ভিস চলাচল করবে।

বুধবার (২১ জুন) বাংলাদেশ রেলওয়েরের চট্টগ্রাম বিভাগীয় মহাপরিচালকের কার্যালয়ের এক পত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে। যার নং ৫৪.০১.২৬০০.০০৮.১৮.০১৫.২০১৬-১৫২।

যাত্রী সাধারণের ভ্রমণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানের ন্যায় আগামী ২৩ জুন থেকে চট্টগ্রাম টু চাঁদপুর-চট্টগ্রামের রুটে দৈনিক ২ জোড়া ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে।

ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছবে বিকেল ৫টা ২৫মিনিটে।

ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত ৮টা ১০মিনিটে।

ঈদ স্পেশাল-৩ চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছবে রাত ৮টা ১৫ মিনিটে।

ঈদ স্পেশাল-৪ চাঁদপুর থেকে সকাল ৬ টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছবে ১০টা ৫৫ মিনিটে।

এ ট্রেন গুলো ঈদের পূর্বের দিন পর্যন্ত চাঁদপুর-চট্রগ্রাম রুটে চলাচল করবে।

এ ছাড়া ঈদের পরের দু’দিন হতে ৭দিন পর্যন্ত চলাচল করবে বলে নিশ্চিত করেছেন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম চীফ অপারেটিং সুপারেন্টেটেন্ডয়ের পক্ষে এসিওপিএস মো. ওমর ফারুক।

প্রতিবেদক-কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩০ পিএম, ২১ জুন ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply