Home / চাঁদপুর / চাঁদপুুর কলেজের অধ্যাপক আইয়ুব আলীর দাফন সম্পন্ন
চাঁদপুুর কলেজের অধ্যাপক আইয়ুব আলীর দাফন সম্পন্ন

চাঁদপুুর কলেজের অধ্যাপক আইয়ুব আলীর দাফন সম্পন্ন

রাববার (১৫ জানুয়ারি) ২ দফা জানাযা শেষে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে চাঁদপুুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভূগোল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আইয়ুব আলী প্রধানিয়ার দাফন সম্পন্ন হয়েছে।


চাঁদপুুর সরকারি কলেজ মাঠে সকাল ৯ টায় প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কলেজ মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ নিজামুল হক। জানাযার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন চাঁদপুুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এস এম দেলোয়ার হোসেন, চাঁদপুুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া, মতলব উওর উপজেলার আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।

চাঁদপুুর কলেজের সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান বিভাগ) মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সঞ্চালনায় জানাযায় অংশ নেয় চাঁদপুুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, আইনজীবী সমিতির সাবেক জেলা সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ কামরুল ইসলাম, চাঁদপুুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান ও সাধারণ সম্পাদক জিএম শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আবদুর রশিদ,চাঁদপুুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, রোটারী ক্লাবের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, চান্দ্রা সামাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনম মুহিব্বুল্লাহ, কাউন্সিলর ডিএম শাহ জাহানসহ চাঁদপুুর শহরের বিভিন্নস্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। দ্বিতীয় জানাযা সকাল ১০ টায় মরহুমের মতলব দক্ষিণ নায়েরগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ০০ এএম, ১৬ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply