Home / চাঁদপুর / চাঁদপুর হাসান আলী উবির ছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁদপুর হাসান আলী উবির ছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁদপুর হাসান আলী উবির ছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ

‎Wednesday, ‎July ‎15, ‎2015 06:46:03 PM

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র কাউছার আহমেদ (১৫) কে অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে আল আমিন একাডেমীর কয়েক ছাত্র। মঙ্গলবার সন্ধায় শহরের হাজী মহসিন রোডে ডিএন স্কুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত কাউছার আহমেদকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন কাউছার আহমেদ ইফতারের পর খাতা কেনার জন্যে বাসার বাহিরে গেলে আগ থেকে ওঁৎ পেতে থাকা আল আমিন একাডেমীর দশম শেণির ছাত্র আফতাব আলম সিয়াম ও রাকিবসহ আরো অজ্ঞাত ৪/৫ জন মিলে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হাতে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে কাউছারকে হত্যার চেষ্টা করে। এ সময় কাউছারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার কারণ জানতে চাইলে কাউছার আহমেদের এক নিকট আত্মীয় চাঁদপুর টাইমসকে জানান, হামলাকারীরা গত দু’দিন আগে কাউছারের কাছে মোবাইল চেয়ে তা না পাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে কিছুটা হাতাহাতির ঘটনা ঘটে। তারই জের ধরে মঙ্গলবার সন্ধায় আফতাব আলম সিয়াম ও রাকিবসহ আরো অজ্ঞাত ৪/৫ জন মিলে কাউছারকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে কাউছারের এ নিকট আত্মীয় চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আফতাব আলম সিয়ামের বাবা রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, ‘এমন একটি ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। ঘটনার পর থেকে আফতাব বাসায় না ফেরাতে কি কারনে এমনটি হয়েছে তা নিশ্চিত হতে না পারলেও আমরা যতটুকু শুনেছি এর আগে কাউছার আফতাবকে মেরেছিলো। সে ঘটনার জের ধরেই এমনটি হতে পারে। আমরা আহত কাউছারের পরিবারের সাথে সমন্বয় করে পারিবারিকভাবেই বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।’

হামলাকারীরা একাডেমীর ছাত্র কিনা জানতে চাইলে আল আমিন একাডেমী স্কুল এ- কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘এখনতো স্কুল বন্ধ রয়েছে। তা ছাড়া এ ধরণের কত ঘটনাইতো ঘটে। সব খবরতো আমাদের পক্ষে রাখা সম্ভব হয়ে ওঠে না।’

চাঁদপুর টাইমস :এএইচ/এমএএ/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না