Home / চাঁদপুর / ‘সবাই মিলে চেষ্টা করলে চাঁদপুর হবে পরিবেশবান্ধব সুন্দর আদর্শ জেলা’
সবাই মিলে চেষ্টা করলে চাঁদপুর হবে পরিবেশবান্ধব সুন্দর আদর্শ জেলা

‘সবাই মিলে চেষ্টা করলে চাঁদপুর হবে পরিবেশবান্ধব সুন্দর আদর্শ জেলা’

চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, সু-স্বাস্থ্য ও সুন্দর মনের জন্য আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরী। জেলা পরিষদের পক্ষ থেকে তাই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি আমরা। সরকারি-বেসরকারিসহ অন্যান্য প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিকে এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাই। আমরা সবাই মিলে চেষ্টা করলে চাঁদপুর হবে পরিবেশবান্ধব একটি স্বচ্ছ, সুন্দর আদর্শ জেলা।

তিনি বলেন, প্রথম পর্যায়ে বাবুরহাট থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচি চলবে। এর মধ্যে সরকারি শিশু পরিবার চত্বরও পরিচ্ছন্নতার আওতায় আনা হয়েছে।

প্রসঙ্গত, ‘ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার (১৬ মে) জেলা পরিষদ এলাকা থেকে শুরু হওয়া এই অভিযানের প্রথম ধাপ বাসস্ট্যান্ডে যেয়ে শেষ হবে।

পরবর্তীতে জেলার অন্যান্য স্থানেও এই অভিযান পরিচালনা করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে। প্রতিদিনই এই কাজ পরিদর্শন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ১০ পিএম, ১৮ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply