Home / চাঁদপুর / চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট
চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর স্টেডিয়াম মাঠে অন্ত: জেলা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে এর শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টে এর শুভ উদ্ধোধন করেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

জেলা ক্রীড়া সংস্থার সধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ফুটবল উপ-কটিমির সভাপতি মোহাম্মদ আলী জিন্না পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, মাইনুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি প্রমুখ।

উদ্বোধকের বক্তবে মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইতিমধ্যেই ক্ষুদা-দারিদ্রতাকে জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এখন পৃথিবীতে একটি উন্নত, মর্যাদাশীল মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। এখন আমাদের সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে দমন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাল্যবিবাহ আমাদের দেশে মহামারি অবস্থা ধারণ করেছে। এর থেকে বাঁচতে হলে আমাদের সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

উদ্বোধনী খেলায় চাঁদপুর পৌরসভার ১০, ১২ নং ওয়ার্ড বনাম ১২, ১৩ নং ওয়ার্ড অংশগ্রহণ করে। টুর্নামেন্টে পৌরসভার মোট ১৫টি ওয়ার্ডকে ৮টি দলে বিভক্ত করা হয়েছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ১০ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply