Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর ও হাইমচরে অধিকার নিশ্চিত করতে চায় ভোটাররা
চাঁদপুর সদর ও হাইমচরে অধিকার নিশ্চিত করতে চায় ভোটাররা

চাঁদপুর সদর ও হাইমচরে অধিকার নিশ্চিত করতে চায় ভোটাররা

চাঁদপুর সদর ও হাইমচরে ইউপি নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণের সাধারণ ভোটাদের প্রত্যাশা। তারা দেখতে চান না, তাদের এলাকার নির্বাচন পৌর কিংবা উপজেলা নির্বাচনের মতো হউক। অনেক বছর পরে হলেও গ্রামের মানুষ পেয়েছেন তাদের পছন্দের প্রতীক কিংবা পছন্দের প্রার্থী।

সকাল থেকে বিকেল পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে চান।

আগামী ৩১ মার্চ হতে যাওয়া নির্বাচন বিষয়ে প্রশাসনের প্রতি এমনই দাবি জানিয়েছেন হাইমচর ও চাঁদপুর সদর উপজেলাবাসী।

এ দু’উপজেলার কয়েকটি ইউনিয়নে ঘুরে এমনই চিত্র ফুটে উঠেছে।

১ম ধাপের সহিংসতার আতংক থাকা সত্ত্বেও দীর্ঘদিন পরে ভোটের আয়োজন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় ও দলীয় প্রতীক হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান।

সম্প্রতি ১ম দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখল, ব্যালটপেপার ছিনতাইয়ে সারাদেশের ১১ জন নিহতের ঘটনায় আতংকে রয়েছেন এ দু’উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভোটাররা।

এ দু’উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও রয়েয়ে ডিশ সংযোগ। স্যাটেলাইট চ্যানেলগুলো ও হাতের নাগালে থাকা সোস্যাল মিডিয়ার মাধ্যমে ইতোমধ্যে ১ম ধাপে নির্বাচন সহিংসতার চিত্র ছড়িয়ে পড়েছে। এতে করে যেনো আতংক একটু বেড়েই গেলো। যদি চাঁদপুর জেলা প্রশাসন সকল অনুষ্ঠানে ইউপি নির্বাচন প্রসঙ্গ টেনে এনেছেন এবং সুষ্ঠ করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন।

সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্য করতে জেলা ও উপজেলা প্রশাসন বারবার জোরালো কন্ঠে বলে আসলেও ভোটারদের মাঝে আতংকের রেশ কাটেনি। প্রশাসনের দেয়া প্রতিশ্রুতির পরেও সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্য হবে কিনা সে নিয়েও দ্বিধাদ্বন্ধ রয়েছে হাইমচরের জনগন।

হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে ইউপি নির্বাচনে প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই ঢিমে তালে প্রচারনা চালালেও শেষ পর্যায়ে এসে খুব জোরে সোরেই প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত উঠান বৈঠক সহ নানা ভাবে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। বর্তমানে হাইমচর উপজেলার ৬ ইউনিয়নেই নির্বাচনি হাওয়া বইছে।

এ প্রতিবেদক উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বিএনপির কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সাথে আলাপ কালে জানান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন হলে বিএনপি প্রার্থীদের জয় নিশ্চিত। কারন ইতিপূর্বে মানুষ ভোট দিতে না পারায় তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাই ভোটারগন এখন সুষ্ঠ ভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে তাদের সেই ক্ষোভ পুরন করবে।

এ দিকে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের সাথে আলাপকালে জানান মেঘনার ভাঙ্গন প্রতিরোধসহ এ সরকারের আমলে হাইমচরে অভ’তপূর্ব উন্নয়ন হয়েছে। তাই সে প্রতিদান হিসেবে এবং উপজেলার আরো উন্নয়ন করতে হাইমচরবাসী নৌকা প্রতীককে ভোট দিবেন।

তবে শেষ পযর্ন্ত সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে কি না সে অপেক্ষায় আছে চাঁদপুর সদর ও হাইমচরবাসী।

উল্লেখ্য, চাঁদপুর জেলার হাইমচর ও চাঁদপুর সদরের ১৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ২শ ৬৮জন।

হাইমচরের ৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৭৭ হাজার ৪শ ২২জন।

এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯শ ৮৫জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪০ হাজার ৪শ ৬৭জন। ৫৮টি কেন্দ্রে ২শ ৫৫টি কক্ষে ৫৮ জন প্রিজাইডিং অফিসার ১১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২শ ৫৫জন পোলিং অফিসার ভোট কাজে নিয়োজিত থাকবেন।

চাঁদপুর সদরের ১২টি ইউনিয়নে নির্বাচন ভোটার সংখ্যা ১লাখ ৭৬ হাজার ৮শ ৪৬জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫১ হাজার ৬শ ৬৩জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৫ হাজার ১শ ৮৩জন। কেন্দ্র রয়েছে ১শ ১৮টি এবং বুথ সংখ্যা ৫৩৪টি। এতে ১শ ১৮জন প্রিজাইডিং অফিসার ২শ ৩৬জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫শ ৩৪জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন।

নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। চাঁদপুর সদরের ১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৪৫জন, মেম্বার পদে ৩৭৬জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হাইমচরের ৬টি ইউনিয়নে ২২জন চেয়ারম্যান, ১৫৫জন মেম্বার পদে এবং ৫৮জন সংরক্ষিত মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছে।

চাঁদপুর সদর ও হাইমচরে অধিকার নিশ্চিত করতে চায় ভোটাররা

About The Author

বি এম ইসমাইল,
: আপডেট ১০:৪৪ পিএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ