Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের আচরণবিধি সংক্রান্ত সভা
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের আচরণবিধি সংক্রান্ত সভা

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের আচরণবিধি সংক্রান্ত সভা

চাঁদপুর সদরের বালিয়া ইউপির সাধারণ নির্বাচন ও বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে আচরণবিধি সংক্রান্ত সভা করেছেন উপজেলা নির্বাচন অফিস।

বালিয়া ইউনিয়ন, চান্দ্রা ইউনিয়ন, কল্যাণপুর ও রামপুরসহ ৪ ইউনিয়নের সাধারণ নির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রের প্রার্থীদের সাথে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘একজন প্রার্থী অন্য প্রার্থীর প্রতি সহনশীল আচরণ করবেন। নির্বাচনী আচরণ বিধি সকলেই মেনে চলবেন। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে সর্বক্ষণ তদারকিতে থাকবেন। প্রার্থী দলের বা শক্তিধর হন না কেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা রিটার্নিং মো. আবদুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মহিউদ্দিন।

এসময়, সাধারণ নির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রগুলোর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের আচরণবিধি সংক্রান্ত সভা

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply