Home / চাঁদপুর / চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার বিদায় ও বরণ
চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার বিদায় ও বরণ

চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার বিদায় ও বরণ

অনুষ্ঠানে উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা উদয়ন দেওয়ান বিদায় ও নবাগত নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমাকে বরণ করা হয়।

বৃহস্পতিবার (৮জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিদায় ও বরণ করা হয় হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ও ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে থেকে বিদায় নিবার্হী কর্মকর্তা উদয়ন দেওয়ান ও নবাগত নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমাকে ফুলেল শুভেচ্ছ জানানো হয়।

এসময় বিদায়ী নিবার্হী কর্মকর্তা উদয়ন দেওয়ান বলেন চাঁদপুর আমার খুবই ভাল লেগেছে। চাঁদপুরের মানুষ খুবই ভাল দেশের অন্য জেলার তুলনায় পরিবেশ সামাজিক রাজনৈতিক কর্মকান্ড অনেক সন্দর । চাঁদপুর চিরকাল মনে রাখবো।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী নিবার্হী কর্মকর্তা উদয়ন দেওয়ান, নবাগত নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি )অভিষেক দাস , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মনিরা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহাজান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক, শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তফা কামাল,যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক আহমেদ,প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম,মৎস্য কর্মকর্তা শওকত করিম চৌধুরী,কৃষি কর্মকর্তা দিল আতিয়া পারভিন,প্রকৌশলী আব্দুল মতিন, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী,কল্যানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি ,মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ,বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল মাস্টার,শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাপন মাহমুদ,রাজরাজেশ্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী প্রমুখ।

আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সম ১১: ৫০ পিএম, ৮ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply