Home / চাঁদপুর / চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙ্গন : আতঙ্কে এলাকাবাসী
চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙ্গন : আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙ্গন : আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা এলাকা হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। ২৯ ও ৩০ মার্চ এ দুদিনে মেঘনার ভাঙ্গনে শহর রক্ষাবাঁধের ওই এলাকার প্রায় ৫০ মিটার বাঁধের সিসি ব্লক নদীতে ধসে পড়ে।

হরিসভা মন্দিরের বিপরীত মরন সাহার বাড়ির পেছন দিয়ে এ ভাঙ্গন শুরু হয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের স্থানিয় কর্মকর্তা ও চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দ ভাঙ্গন স্থান পরির্শন করেন।

পাউবোর উপ সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ভাঙ্গনের জায়গা দিয়ে নদীর গভীরতা পঞ্চাশ ফিট। ঢাকা বরিশাল রুটের গ্রীন লাইনের যাত্রী জাহাজ আসা যাবার সময় প্রচন্ড ঢেউয়ের কারণে ৩০/৩৫ মিটার বাঁধ হতে ব্লক নদীতে দেবে যায়।

নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান ক্ষতিগ্রস্থ বাঁধ সংরক্ষণের পদক্ষেপ নেয়া হবে। নদী হঠাৎ ফুঁসে উঠায় এ ভাঙ্গন দেখা দিয়েছে।

পাউবো সূত্রে জানা যায় ব্লক ধসে পড়ার স্থানের পাশে হরিসভা পয়ন্টের ৯০ মিটার বাঁধ ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ স্থাপন করে ব্লক প্লেসিং ও ডাম্পিং কাজ প্রায় শেষ পর্যায়।

এ কাজ শেষ না হতেই আবার বাঁধে ব্লক ধসে পড়ার ঘটনায় আতংকিত হয় পড়েছেন পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার সর্বস্তরের জনগণ।

এতে করে হুমকির মুখে রয়েছে হরিসভা রস্তা, মন্দির কমপ্লেক্স, মধ্য শ্রীরামদী মসজিদ মাদ্রাসা গণকবর স্থান ও জনবসতি ওই এলাকা।

প্রতিবেদক-আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ০১: ১৭ এএম, ৩১ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply