Home / চাঁদপুর / চাঁদপুরে ৭ তলা ভবনে পরপর দু’বার আগুন দেয়ার অভিযোগ
Fire-আগুন
ফাইল ছবি।

চাঁদপুরে ৭ তলা ভবনে পরপর দু’বার আগুন দেয়ার অভিযোগ

চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় হাওলাদার ভিলা নামে একটি সাত তলা ভবনে দু’বার আগুন লাগানোর চেষ্টা করেছে দুবৃত্তরা বলে অভিযোগ করেছেন ভবনের বাসিন্দারা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা রোডের হাওলাদার ভিলার ষষ্ঠ তলা থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে।

পরবর্তীতে আবার দুপুর আড়াইটায় ভবনের ষষ্ঠতলার অন্য পাশে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।

ভবনের মালিক সূত্রে জানা যায়, কে বা কারা ভবনের ষষ্ঠ তলার একটি রুমে নারিকেলের ছোবলা ও রশিতে আগুন লাগিয়ে দেয়। পরে সেখান থেকে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশের লোকজন দেখে ফায়ার সার্ভিসের টিম আসার পূর্বে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।

এদিকে ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় কাজ শেষ না হওয়ার কারনে তেমন ক্ষয় ক্ষতি হয়নি।

অপরদিকে দুপুর আড়াইটায় পুণরায় ওই ভবনের পাশের রুমে বস্তা ভর্তি তুলাতে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

পরপর দু’বার আগুন লাগায় পুরো ভবনের ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ভবনে মোট ১১টি ফ্ল্যাটে ভাড়া চলছে।

ভাড়াটিয়ারা জানান, ‘আমাদের ভবনের গেইটে প্রতিনিয়ত দারোয়ান থাকে কিন্তু আজকে ছুটি নিয়ে বাড়ি গেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভবনে আগুন লাগার চেষ্টা করা হচ্ছে।’

বাড়ির মালিক শফিকুর রহমানের স্ত্রী জানান, ‘আমাদের সাথে কারো শত্রুতা নেই। কে কারা এই আগুন লাগানোর চেষ্টা করছে বুঝতে পারছি না।’

এদিকে বাড়ির মালিক পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে ঘটনা স্থল পরিদর্শন করে মডেল থানার এস আই মো. রাশেদুজ্জামান।

পুলিশ জানায়, ‘যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বের করে আইনের আওতায় আনা হবে। তবে এই ভবনের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। তাহলে তাদের ধরা সম্ভব হবে।’

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply