Home / চাঁদপুর / চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভীড়

চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভীড়

‎Thursday, ‎16 ‎July, ‎2015 06:12:03 PM

চাঁদপুর করেসপন্ডেন্ট, চাঁদপুর :

চাঁদপুর শহরের মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাটে গত দু’দিন থেকে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। চাঁদপুরসহ পাশের লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার হাজার হাজার মানুষ নিরাপদ ভ্রমণ হিসেবে চাঁদপুর-ঢাকা নৌপথকে বেশী যাতায়াত করছে।

১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চই নিয়ম উপেক্ষা করে ছাদ বোঝাই করে যাত্রী নিয়ে ঘাটে ভীড়ছে। এমভি সোনারতরী লঞ্চের ছাদে শত শত যাত্রী অবস্থান করতে দেখা যায়। একই অবস্থা এমভি প্রিন্স অব রাসেল-৩ ও ঈদে স্পেশাল লঞ্চ (বাগের হাট-১) নিউ সোনারতরী-১ লঞ্চে।

এমভি প্রিন্স অব রাসেল-৩ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার চাঁদপুর টাইমসকে জানান, ‘বন্দর ও পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাদে যাত্রী বহন না করার কথা থাকলেও প্রতিটি লঞ্চই একই নিয়মে যাত্রী বহন করছে। চাঁদপুর-ঢাকা নৌরূটে ১৩টি লঞ্চ চলাচল করে। আজ থেকে আর কোন সিডিউল থাকবে না। চাঁদপুরে যাত্রী নামিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।’

ঢাকা থেকে আসা রায়পুরের মোজাম্মেল হোসেন, ফরিদগঞ্জ উপজেলার জিয়াউল হক জানান, লঞ্চে আরামে ভ্রমন হলেও চাঁদপুর থেকে সিএনজি অটোরিক্সার ভাড়া কয়েকগুন বেশী। চাঁদপুর থেকে রায়পুর পূর্বে ভাড়া ৫০ টাকা থাকলেও এখন ঈদ উপলক্ষে ২শ’ ৫০ টাকা। ফরিদগঞ্চের ভাড়া ৩০টাকার পরিবর্তে ১শ’ টাকা।’

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজ চাঁদপুর টাইমসকে জানান, ‘ঈদ উপলক্ষে প্রশাসনের সমন্বিত কমিটির সদস্যদের মাধ্যমে যাত্রী সেবায় কাজ করা হচ্ছে। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৭টা লঞ্চের যাত্রী নিরাপদে পার হয়েছে। পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, স্কাউটস সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেবা দিয়ে যাচ্ছে।’

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না