Home / চাঁদপুর / চাঁদপুরে ৬৭৮ কেন্দ্রের মধ্যে ৪০ ভাগই ঝুঁকিপূর্ণ
fa-votar
ফাইল ছবি

চাঁদপুরে ৬৭৮ কেন্দ্রের মধ্যে ৪০ ভাগই ঝুঁকিপূর্ণ

আর মাত্র একদিন পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চাঁদপুরে এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবারের নির্বাচনে গোটা চাঁদপুর থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮ লক্ষাধিক ভোটার। জেলার ভোট কেন্দ্র মোট ৬৭৮টি। কিন্তু এ সকল কেন্দ্র গুলোর ৪০ ভাগই ঝুঁকিপূর্ণ।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চাঁদপুরের ৫টি আসনে পুরুষ ভোটার ৯ লাখ ১৬ হাজার ৪৭৩ জন ও নারী ভোটার ৮ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন। যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে ৪০ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আমাদের নজর রয়েছে এ সকল কেন্দ্রগুলোর দিকে। ভোট যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।’

শওকত বলেন, ‘নির্বাচনে ১৬শ পুলিশ, ১০ হাজার আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১০/১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের ১টি করে মোবাইল টিম, প্রতিটি উপজেলায় ২ প্লাটুন সেনাবাহিনী ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স ও একটি র‌্যাবের টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।’

চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,‘প্রতিটি কেন্দ্রে আমাদের ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরধারীতে থাকবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা অন্য কেন্দ্রগুলোর চেয়ে বেশি পরিমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করবো। আমরা চাই সকল ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান বলেন, ‘চাঁদপুরের ৫টি আসনের ৭৯ টি ইউনিয়নে পুলিশের ১০৬টি মোবাইল টিম কাজ করবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ, নদী ও হ্ওার এলাকার কেন্দ্রগুলোর দিকে পুলিশের নজর থাকবে বেশি।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি কোনো রকম সহিংসতা ছাড়াই চাঁদপুরে সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৮ ডিসেম্বর,২০১৮

Leave a Reply