Home / শীর্ষ সংবাদ / চাঁদপুর মৈশাদীতে বেগুন ক্ষেত থকে গাঁজা গাছ উদ্ধার
চাঁদপুর মৈশাদীতে বেগুন ক্ষেত থকে গাঁজা গাছ উদ্ধার

চাঁদপুর মৈশাদীতে বেগুন ক্ষেত থকে গাঁজা গাছ উদ্ধার

‎Tuesday, ‎26 ‎May, ‎2015   04:19:52 PM

আনোয়ারুল হক:

চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন হামানকর্দি গ্রামের ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কৃষি মাঠ থেকে ৬টি তাজা গাঁজা গাছের চারা উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

২৬ মে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক সঙ্গিয় ফোর্স নিয়ে ও স্থানীয় চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (অলি) পাটওয়ারীর সহযোগিতায় গাঁজা গাছের চারাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল হক চাঁদপুর টাইমসকে জানান ‘আমারা গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা গাছের চারাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি, তবে এগুলো এখনো ফলনের জন্য পরিপূর্ণ গাছ হয়ে উঠেনি’

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন হামানকর্দি গ্রামের ত্রিপুরা বাড়ির সরদা চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী বেগুন ক্ষেতের চারপাশে সুতো জালের বেড়া দিয়ে আবদ্ধ করে এই চারাগুলো রক্ষনাবেক্ষন করে আসছিলো।

পুলিশ গাঁজা চাষী স্বপন চৌধুরীর বাড়িতে গিয়ে তাকে খুঁজে পায় নি।

তবে তার পরিবারের সদস্যরা চারাগুলোকে গাাঁজার চারা হিসেবে অস্বীকার করেছে এবং তারা এগুলো ফুল গাছ বলে দাবি করেছে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এএস/ডিএইচ/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না