Home / চাঁদপুর / চাঁদপুর বাগাদীতে পল্লী চিকিৎসকের ‘ইনজেকশনে’ গৃহবধূর মৃত্যু
চাঁদপুর বাগাদীতে পল্লী চিকিৎসকের ‘ইনজেকশনে’ গৃহবধূর মৃত্যু

চাঁদপুর বাগাদীতে পল্লী চিকিৎসকের ‘ইনজেকশনে’ গৃহবধূর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে পল্লী চিকিৎসকের ‘ইনজেকশনে’ খুশিদা বেগম (৪০) নামে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগাদী চৌরাস্তা মোড় বাজারে এই ঘটনা ঘটে।

নিহত খুশিদা বেগম নিজ গাছতলা গ্রামের গাজী বাড়ীর জাহাঙ্গীর গাজীর স্ত্রী। তার একটি কন্যা ও পুত্র সন্তান রয়েছে।

নিহতের স্বামী জাহাঙ্গীর গাজী জানায়, ‘ঘটনার দিন সকাল ১১টায় আমার স্ত্রী বুকে ব্যাথা হচ্ছে বলে জানায়। পরে আমি তাকে চৌরাস্তা বাজার পল্লী চিকিৎসক কালি কৃষ্ণ দেবনাথের ফার্মেসীতে নিয়ে যাই। ওই চিকিৎসক প্রথমে জ্বর এবং প্রেসার মেপে কোন সমস্যা নেই বলে জানায়। কিন্তু প্রচ- ব্যাথার কারণে প্রথমে শিরায় ১টি এবং পরে মাংসে ২টি ইনজেকশন পুশ করে। ১০ মিনিট তার ফার্মেসিতে অপেক্ষার পর। ব্যাথা কমছে না বলে আমার স্ত্রী জানায়।’

পরে বাড়িতে নিয়ে গেলে ঘরের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় জবির গাজী ও নজির জানায়, ‘দুপুর সাড়ে ১২টার পর থেকে কালি কৃষ্ণ ফার্মেসী বন্ধ করে পলাতক রয়েছেন। তিনি এভাবে অনেক গরীব নিরীহ মানুষের চিকিৎসা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিলে আরো মৃত্যুর ঘটনা ঘটবে।’

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানায়, ‘ঘটনার পর থেকে ওই পল্লী চিকিৎসক পলাতক রয়েছেন। তার ফার্মেসী মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।’

বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল জানান, ‘বিষয়টি আমাকে সন্ধ্যা ৭টার দিকে জানানো হয়েছে। ওই গৃহবধূর মরদেহ এখনো দাফন করা হয়নি। আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে জানানো হবে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি জানান, ‘নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করবো।’

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: : আপডেট, বাংলাদেশ ০৯ : ৩০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
এইউ

Leave a Reply