Home / চাঁদপুর / চাঁদপুর পৌর সভার ১২ স্থানে চাল বিক্রির অনুমতি প্রদান
চাঁদপুর পৌর সভার ১২ স্থানে চাল বিক্রির অনুমতি প্রদান
ফাইল চবি

চাঁদপুর পৌর সভার ১২ স্থানে চাল বিক্রির অনুমতি প্রদান

চাঁদপুর পৌর সভার ১২ খোলা স্থানে চাল বিক্রির অনুমতি প্রদান করেছেন জেলা প্রশাসন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। আজ রোববার ১৭ (সেপ্টেম্বর) থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে । চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই’র সামাজিক গণমাধ্যম ফেইস বুকে দেয়া এক তথ্যে বিষয়টি জানা গেছে।

একজন ক্রেতা দৈনিক সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন। যে সকল স্থানগুলোতে চাল বিক্রি হবে তা’ হলো-পুরাণ বাজারের মাছ বাজার,বাতাসাপট্টি,লোহারপুল,দোকানঘর,বকুলতলা রোড,নিশিবিল্ডিং,লন্ডনঘাট,গুণরাজদি,ওয়্যারল্যাস বাজার,টেকনিক্যাল ও বাবুরহাট বাজার।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭,রোববার
এজি

Leave a Reply