Home / চাঁদপুর / চাঁদপুর পৌর বিএনপি’র প্রথম সভা অনুষ্ঠিত
BNP Logo-2
ফাইল ছবি

চাঁদপুর পৌর বিএনপি’র প্রথম সভা অনুষ্ঠিত

চাঁদপুর পৌর বিএনপির ১ম সাধারণ সভা ১৮ ফেব্রুয়ারি শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, ‘ বিএনপির দলের মধ্যে মত বিরোধ থাকলেও দলের স্বার্থে কোনো মতো বিরোধ নেই। মাসে ১দিন হলেও প্রত্যক ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে সভা ও ৩ মাস অন্তরান্তর পৌর কমিটি সকলকে নিয়ে সভা করতে হবে। তাহলে মত বিরোধ কমে যাবে। চাঁদপুর জেলায় প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীদের বায়োডাটা তৈরি করা হয়েছে। যা অন্য কোনো দলের নেই।

তিনি আরো বলেন, ‘ পদ পেলে কর্মসূচিতে অংশ নিবেন, না পেলে অংশ নিবেন না এ মনমানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। পৌর বিএনপির যে কমিটি হয়েছে তা’ অনেক শক্তিশালী একটি কমিটি। এ কমিটির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সফল ভূমিক রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের উদ্দেশ্য হলো এ সরকারকে হটিয়ে বেগম জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করা।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম -আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, ফেরদৌস আলম বাবু।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম -সাধারণ সম্পাদক সাবেক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা চৌধুরী, জেলা স্বেচ্ছাদলের যুগ্ম -আহবায়ক হযরত আলী ঢালী, পৌর বিএনপির উপদেষ্টা আলী আহম্মদ সরকার, আব্দুস শহিদ ফারুক, মীর আনোয়ার হোসেন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম খান, সহ-সভাপতি শহিদুল ইসলাম মক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাদির বেপারী, দীন মোহাম্মদ জিল্লু, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ পলাশ, শাহজালাল শেখ, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আছলাম তালুকদার, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ আহমেদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল পাটওয়ারী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিজি, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবউল্যাহ পাটওয়ারী, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গাজী, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ পাটওয়ারী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিপু সুলতান।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত এবং বিএনপি ও অংঙ্গ সংগঠনের নিহত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হারুনুর রশিদ মিয়াজী।

সভায় প্রধান অতিথি পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply