Home / চাঁদপুর / চাঁদপুর ত্রাণ বিভাগের ১ হাজার ৯শ’ কম্বল বরাদ্দ
চাঁদপুর ত্রাণ বিভাগের কম্বল বরাদ্দ

চাঁদপুর ত্রাণ বিভাগের ১ হাজার ৯শ’ কম্বল বরাদ্দ

চাঁদপুর ৮ উপজেলার ৮৯ ইউনিয়নের অসহায়-দু:স্থদের জন্য ১ হাজার ৯ শ’ ৩৮ টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।

ইতোমধ্যেই স্ব-স্ব উপজেলায় ওই কম্বল পৌঁছে গেছে বলে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা এ তথ্য প্রদান করেছেন।

চাঁদপুর জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার দেয়া তথ্য মতে, চাঁদপুর সদরে ২ হাজার ২ শ’৫০ টি, কচুয়ায় ২ হাজার ৮ শ’৫০ টি, হাজীগঞ্জে ২ হাজার ৮ শ’৫০ টি, শাহরাস্তি ২ হাজার ১ শ’৫০ টি, মতলব উত্তরে ২ হাজার ৪ শ’৫৬ টি, মতলব দক্ষিণে ২ হাজার ১ শ’২ টি, ফরিদগঞ্জে ২ হাজার ৬ শ’৫০ টি এবং হাইমচরে ১ হাজার ৩ শ’৩০ টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।

আসন্ন শীতে গরীব, অসহায় ও দু:স্থদের শীত নিবারণের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উচ্চমান সহকারী আবদুল মতিন বলেন , ‘জেলার বরাদ্দ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রাণালয় দিয়েছে। স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসাররা সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরামর্শে ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বরাদ্দ অনুমোদন হওয়ার পর গরীব, অসহায় ও দু:স্থদের মধ্যে ওই কম্বল বিতরণ করার নির্দেশ রয়েছে।’

।। আপডটে, বাংলাদশে সময় ৮ : ২০ পিএম, ৯ নভেম্বর ২০১৬, বুধবার
এইউ

চাঁদপুর ত্রাণ বিভাগের কম্বল বরাদ্দ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply