Home / চাঁদপুর / চাঁদপুরে ৫শ ভুয়া সিমকার্ড উদ্ধার : আটক ১ পলাতক ৩
চাঁদপুরে ৫শ ভুয়া সিমকার্ড উদ্ধার : আটক ১ পলাতক ৩

চাঁদপুরে ৫শ ভুয়া সিমকার্ড উদ্ধার : আটক ১ পলাতক ৩

চাঁদপুর শহরের হাজী মহসীন রোড ৫শ’ ভুয়া সিমসহ তৌহিদ পাটওয়ারী (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশ্রাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক তোহিদ বাংলালিংক এর মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে বলে দাবি করেন। অতিরিক্ত পৃুলিশ সুপার জানান, ২১এপ্রিল থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম চাঁদপুর ও ঢাকায় অভিযান চালায়। অভিযান চলাকালিন সময়ে রোববার দুপুরে তৌহিদকে চাঁদপুর শহরের হাজী মহসীন রোড থেকে আটক করা হয়।

এসময় ৫শ বাংলালিংক সিমও জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ঋণসহ বিভিন্ন সুযোগ সুবিধা নামে বোকা বানিয়ে সিম বিক্রি করে। সাধারণ মানুষের সাথে ধোকাবাজি করে একাদিক সিম কার্ডের জন্য আঙুলের ছাপ নিয়ে নেয়। একটি সিম গ্রাহককে দিলেও বাকি সিমগুলো বিভিন্ন ছিনতাই চক্রের কাছে বিক্রি করে দেয়। এসব সিম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাদাবাজি করে।

এঘটনার সাথে জড়িত আরো তিন জন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান। তিনি বাকিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৯: ০০ পিএম, ২৪ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply