Home / চাঁদপুর / চাঁদপুরে ‘সেভেন আপ পান করে’ দোকানদারসহ দু’জন হাসপাতালে
চাঁদপুরে ‘সেভেন আপ পান করে’ দোকানদারসহ দু’জন হাসপাতালে

চাঁদপুরে ‘সেভেন আপ পান করে’ দোকানদারসহ দু’জন হাসপাতালে

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় কোমল পানিয় ‘সেভেন আপ পান করে’ দোকানদারসহ দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে পুরণাবার মধ্য শ্রীরামদী রনাঘোয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় জাহেদা বেগম মিনু (৫৫), স্বামী আবদুস সাত্তার গাজী পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী রনাঘোয়াল এলাকা, দোকানদার রফিক আখন (৩৫) পিতা রশিদ আখননে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।

অসুস্থ জাহেদা বেগম জানান, ‘রফিক আখনের দোকান থেকে তিনি আধা লিটার ওজনের সেভেন আপ নিয়ে একটু পান করার পরপরই গলা ও পেট জ্বলা শুরু হয়। পরে তিনি দোকানদারকে গিয়ে জানান, সেভেন আপটি একটু খেয়ে দেখার জন্যে এবং মেয়াদ দেখার জন্যে। এর মধ্যে তাঁর অবস্থা বেঘতিক দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।’

হাসপাতালে ভর্তি দোকানদার রফিক আখন জানান, ‘আধা লিটার সেভেন আপ ক্রয় করার কিছুক্ষণ পরেই জাহেদা বেগম তার কাছে বোতলটি ফিরিয়ে নিয়ে আসে এবং মেয়াদ দেখার জন্যে বলে। মেয়াদ আরো একমাস আছে দেখে তিনিও ওই বোতল থেকে কিছু অংশ পান করলেও জাহেদা বেগমের মতো তারও গলা ও পেট জ্বলা শুরু হয়। পরে তাকেও হাসপাতালে নিয়ে আসা হয়।’

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রায়হান মো. ওমর ফারুক চাঁদপুর টাইমসকে জানান, ‘রোগীরা বলছে সেভেন আপ পান করে তাঁরা অসুস্থ হয়েছেন, বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারেনি। দোকানদার অসুস্থ নারীর অবস্থা দেখে হয়তো মানসিকভাবে তিনিও এমন অসুস্থতা অনুভব করছেন। দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

এ বিষয়ে সেভেন আপ কোম্পানির পুরাণবাজার এলাকার পরিবেশক কামরুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, এ বিষয়ে কোনো বক্তব্য আমার দেয়া ঠিক হবে না, প্রোডাক্ট যারা তৈরি করে তারা বিষয়টি ভালো বলতে পারবে বলে তিনি দায় এড়িয়ে যান।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১১ : ০৯ পিএম, ২১ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply