Home / চাঁদপুর / বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণ : চাঁদপুরে সরকারি দু’কর্মচারি বদলি
বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণ : চাঁদপুরে দু’কর্মচারি বদলি

বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণ : চাঁদপুরে সরকারি দু’কর্মচারি বদলি

চাঁদপুরের সরকারি দু’কর্মচারীর বিরুদ্ধে দু’নারীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। ভিকটিম দু’নারী চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের পিয়ন জয়নাল আবেদীন টিটু ও গাড়ি চালক মাহবুব আলম চৌধুরী।

অভিযোগের প্রেক্ষিতে একজনকে সাময়িক বরখাস্ত ও অপরজনকে বরখাস্তের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের পিয়ন জয়নাল আবেদীন গাজীর সাথে মতলব দক্ষিণের উপাদী গ্রামের রেবেকা সুলতানা (২৫) এর সাথে আদালতে আসা যাওয়ার প্রেক্ষিতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চলতি বছরের ৫ জানুয়ারি রেবেকা সুলতানার সাথে জয়নাল আবেদীন টিটুর প্রথম পরিচয়। পরিচয় সুবাদে জয়নাল আবেদিন টিটু রেবেকা সুলতানাকে বিয়ের প্রস্তাব দেয়।

২৮ ফেব্রুয়ারি ওই পিয়ন মিথ্যা প্রলোভন দিয়ে রেবেকা সুলতানাকে কক্সবাজার নিয়ে যায়। সেখানে রেবেকার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয় জয়নাল আবেদিন রেবেকা সুলতানার দু’ মাসের গর্ভের সন্তান নষ্ট করেছে। বর্তমানে জয়নাল আবেদিন বিবাদী রেবেকা সুলতানাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে।

একই ভাবে শহরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বারেক মিজির মেয়ে সুমি আক্তার (২৩) জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ি চালক ঘোষের হাট এলাকার মাহবুব আলম চৌধুরীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন ধর্ষণের অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুমি আক্তার পাসপোর্ট করার জন্য আসলে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় গাড়ি চালক মাহবুব আলম চৌধুরীর সাথে সুমি আক্তারের পরিচয় হয়।

ওই পরিচয়ের সুবাদে ফোনালাপ ও প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন প্রলোভনে সুমি আক্তারকে ওই চালক কক্সবাজার নিয়ে যায়। সেখানে বিবাহের প্রলোভন দিয়ে মেলামেশা করায় সুমি আক্তার গর্ভবতী হয়ে পড়ে।

মাহবুব আলম চৌধুরী সুমি আক্তারকে ঔষধ খাইয়ে ৩ মাসের গর্ভজাত সন্তানকে নষ্ট করে। মাহবুবল আলম চৌধুরী ও জয়নাল আবেদিন গাজীর বিরুদ্ধে উভয় তরুণী একই ধরনের অভিযোগ পুলিশ সুপার কার্যালয়ে জমা দেন।

বিষটি জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল জানতে পেরে অভিযুক্ত জয়নাল আবেদীন গাজীকে সাময়িক বরখাস্ত করে হাইমচর চরভৈরবী ভূমি অফিসে সংযুক্ত বদলি করেছেন।

অপর অভিযুক্ত গাড়ি চালক মাহবুব আলম চৌধুরীর বরখাস্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত জয়নাল আবেদিন টিটুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপর অভিযুক্ত গাড়ি চালক মাহবুব আলম চৌধুরীকে বরখাস্তের জন্যে পরিবহন কমিশনারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১০:০৩ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply