Home / চাঁদপুর / চাঁদপুরে ভিক্ষুকমুক্তকরণে প্রাথমিক শিক্ষকদের ২৬ লাখ টাকা অনুদান
চাঁদপুরে ভিক্ষুকমুক্তকরণে প্রাথমিক শিক্ষকদের ২৬ লাখ টাকা অনুদান

চাঁদপুরে ভিক্ষুকমুক্তকরণে প্রাথমিক শিক্ষকদের ২৬ লাখ টাকা অনুদান

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সদস্যগণ চাঁদপুরে ভিক্ষুকমুক্তকরণ কার্যক্রম এগিয়ে নিতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ২৬ লাখ টাকার চেক প্রদান করেছে । চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের হাতে চেক তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খেরশেদ আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার,কমিশনার লিটুস লরেন্স চিরান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম ।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খোরশেদ আলম বলেন,‘চাঁদপুরে এক হাজার প্রাথমিক বিদ্যালয়ে ছয় হাজার শিক্ষক ও সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা তাদের এক দিনের সমপরিমাণ বেতন সাড়ে ২৬ লাখ টাকা দান করেছেন।’

তিনি আরো বলেন,‘আগামী ক’দিনের মধ্যে অবশিষ্ট দু’শ বিদ্যালয়ের ১ হাজার শিক্ষকের ১ দিনের বেতনের ৫ লক্ষাধিক টাকা দেয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।’

জেলা প্রশাসক ধন্যবাদ জানিয়ে বলেন,‘বিভিন্ন দপ্তর,প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। এ টাকা দিয়ে ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। ইতিমধ্যে প্রায় ৬০ লাখ টাকার মত পাওয়া গেছে। তিনি চাঁদপুরবাসী সহায়তা কামনা করেন।’

প্রসঙ্গত, জেলার প্রায় আড়াই হাজার ভিক্ষুক রয়েছে। এদেরকে পুনর্বাসন ও প্রতিষ্ঠিত করতে দেড় কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল।

সে লক্ষ্যে তিনি এ বছরের ৩১ ডিসেম্বর চাঁদপুরকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করার উদ্যোগ নিয়েছেন ।

Leave a Reply