Home / চাঁদপুর / চাঁদপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন : জনতার হাতে অভিযুক্ত আটক
চাঁদপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন : জনতার হাতে অভিযুক্ত আটক

চাঁদপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন : জনতার হাতে অভিযুক্ত আটক

চাঁদপুরে দেবরের হাতে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চাঁদপুর সদরের মমিনপুরস্থ রামচন্দ্রপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয়রা মাও. আবদুর রহিমের ছেলে অভিযুক্ত ইয়াছিন মিজিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত নারী ওই বাড়ির প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী ও ফরিদগঞ্জ উপজেলা কেওরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে শারমিন বেগম (২০)। পরিবার সূত্রে জানা যায়, নিহত শারমিন ৩ মাসের অন্তঃসত্তা ছিলেন।

নিহতের স্বামী ইউসুফ মিজি জানায়, রমজানের এক মাস আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন, অভিযুক্ত ইয়াছিন বাহরাইন থেকে গত রমজানের পর দেশে ফিরে এসেই পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। এর আগে তাকে সৌদি আরবে নেয়ার কথা ছিলো, কিন্তু ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তিনি ইয়াসিনকে নিতে পারেননি। এ নিয়ে ইয়াসিন প্রায়ই তার ভাবী শারমিনকে সন্দেহ করতো, যে স্বামী ইউসুফকে প্ররোচনা দেয়ায় ইয়াসিন সৌদি যেতে পারছেন না।’

ইউসুফ আরো জানায়, এরইমধ্যে শারমিনের এক বান্ধবিকে তার ছোট ভাই (খুনের দায়ে অভিযুক্ত) ইয়াসিন গোপনে বিয়ে করে। এ নিয়েই তাদের মাঝে বিরোধ ছিলো।’

খুনের ঘটনার বিবরণ দিয়ে ইউসুফ মিজি ও তার মা নুরজাহান বেগম চাঁদপুর টাইমসকে জানায়, তারা যৌথ পরিবারে বাস করেন, ঘটনার পূর্বে তারা সবাই একসাথে রাতের খাবার গ্রহণ করেন। খাওয়া শেষে স্ত্রী শারমিনের অনুরোধে স্বামী ইউসুফ বাড়ির পাশের দোকান থেকে হাত ধোয়ার সাবান আনতে যান। এর ফাঁকে ইয়াসিন ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে তার অন্তঃসত্তা ভাবির পেটে আঘাত করলে নাড়িভুড়ি বের হয়ে যায়। শারমিনের আত্মচিৎকারে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. রায়হান মো. ওমর ফারুক চাঁদপুর টাইমসকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্তকে আটক করেছে। আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। ঘটনাটি রাতের আঁধারে হঠাৎ করে ঘটে যাওয়ায় কারো কাছ থেকে কিছু জানা যায়নি।’

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১১: ৫৯ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply