Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে জাল ভোটের দায়ে যুবকের কারাদণ্ড
Karadondo
প্রতীকী

ফরিদগঞ্জে জাল ভোটের দায়ে যুবকের কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সোমবার (৩১ অক্টোবর) ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত মো. শাকিল (১৭) চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। ভ্যাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘উত্তর আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার বেলা ১১টায় শাকিল নামের এক যুবক এক মেম্বারের পক্ষে জাল ভোট দিচ্ছিলো। তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের সাজা দেয়া হয়।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ‘চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের উত্তর আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে চেয়ারম্যান পদে আ.লীগ-বিএনপি’র সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি শান্ত করে।’

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ৩১ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply