Home / উপজেলা সংবাদ / চাঁদপুরে চিতাবাঘের বাচ্চা আটক!
চাঁদপুরে চিতাবাঘের বাচ্চা আটক!

চাঁদপুরে চিতাবাঘের বাচ্চা আটক!

‎Wednesday, ‎April ‎15, ‎2015  10:32:26 PM

শরীফুল ইসলাম :

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় কারেন্ট জালে একটি চিতা বাঘের বাচ্চা আটকা পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এলাকাবাসী চিতাবাঘের বাচ্চা ভেবে ব্যাপক চেষ্টা চালিয়ে খাঁচায় বন্দী করে মডেল থানার নিয়ে আসে।

বাঘটি আটকের পর শত শত উৎসুক জনতা দেখার জন্য ওই স্থানে গিয়ে জড়ো হয় ।

পরে মডেল থানার কর্মকর্তা বাঘের বাচ্চাটিকে দেখে জানান, এটি বাঘের বাচ্চা নয়। এটি ‘বাড়ালে’র (বনবিড়াল) বাচ্চা। আপনারা এটিকে বাঘের বাচ্চা বলে গুজব ছড়াবেন না।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হরিণা বাজারের পাশে ৯নং গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব গুলিশা রাজ বাড়ি এলাকায় ফসল রক্ষার জন্য জমিতে কারেন্ট জাল ব্যবহার করা হয়। হঠাৎ একটি বাড়ালের (বনবিড়াল) বাচ্চা এসে জালে আটকে পরে। লোকজন চিতাবাঘের বাচ্চা মনে করে কারেন্ট জালে ভালোভাবে আটকে রাখার চেষ্টা করে। পড়ে মঙ্গলবার বিকেলে এলাকার যুবকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে বনবিড়ালটিকে একটি লোহার খাচায় আটকিয়ে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।

পরে মডেল থানার লোকজন বনবিড়ালটিকে আনা লোকজনদেরকে এটি জঙ্গলে ছেড়ে দিতে বলো।

চাঁদপুর টাইমস : এমআরআর/এসআই/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes