Home / চাঁদপুর / চাঁদপুরে চলতি বছর ৬ হাজার মে.টন ইলিশ উৎপাদন বৃদ্ধি
Ilish vora mousum
ফাইল ছবি

চাঁদপুরে চলতি বছর ৬ হাজার মে.টন ইলিশ উৎপাদন বৃদ্ধি

জাটকা সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ২০১৬-’১৭ অর্থবছরে ৬ হাজার মে.টন ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান জানান। চলতি অর্থ বছরে উৎপাদন আরো বাড়তে পারে বলে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান জেলার তথ্য বিবরণী পাঠ করেন।

এ সারাদেশে অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ২৫ হাজার ৮ শ’১০ মে.টন। ২০১৫-২০১৬ অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছিলো ১৯ হাজার ৮শ’১০ মে. টন। চাঁদপুর জেলায় বর্তমানে ৪৬ হাজার ৬শ’৬৪ জন তালিকাভুক্ত জেলে রয়েছেন। আরো ১০ হাজার জেলেদের তালিকাভুক্ত করার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাঁদপুরে ২৫ কোটি মানুষের প্রতি বছর মাছের চাহিদা ৫১,১৪৭.১শ’মে. টন। বতর্মানে উৎপাদন হচ্ছে ২৫,২২২.৯ শ’ মে.টন। চাহিদানুযায়ী বাকী মাছ বিভিন্ন জেলা থেকে আমদানি করে চাহিদা মেটানো হয়।

আগামী ৭ দিন জাতীয় মৎস্য সপ্তাহের সব কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী। সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় উন্মুক্ত পর্বে বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,কাজী শাহাদাত,বর্তমান সহ-সভাপতি সোহেল রুশদী,চাঁদপুরজমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে.এম মাসুদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আল-ইমরান শোভন, ডিবিসির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের।

সভায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী,কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ্ আলম মল্লিক, জেলা মৎস্যলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, বাংলাদেশ মৎস্যজীবী সমিতি চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক তসলীম বেপারী উপস্থিত ছিলেন।

সিনিয়র করেসপন্ডেন্ট
:আপডেট,বাংলাদেশ সময় ৭:৩৩ পিএম,১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
ডিএইচ/এজি

Leave a Reply