Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / চাঁদপুরের হাজীগঞ্জে জাল টাকাসহ যুবক আটক
চাঁদপুরের হাজীগঞ্জে জাল টাকাসহ যুবক আটক

চাঁদপুরের হাজীগঞ্জে জাল টাকাসহ যুবক আটক

চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার (২৯ জুন) সন্ধ্যায় বাজারের কাপড়িয়া পট্টি থেকে জাল টাকাসহ যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

আটককৃত কিশোর ফরিদগঞ্জ উপজেলা বড়গা গ্রামের চকিদার বাড়ির আবুল খায়ের মাস্টারের ছেলে বোরহান (১৭)। হাজীগঞ্জ থানার এস.আই বলাই ও আনোয়ার কামাল হারুন সঙ্গীয় ফোর্স তাকে আটক করে

আটককৃত বোরহান জানায়, ‘মোবাইল বিক্রয় বাবদ ১০ হাজার টাকা একই গ্রামের নোয়া বাড়ির জাফর তাকে দেয়। হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে ঈদের নতুন পোশাক ক্রয় করতে আসে। তার বোনের জন্য একটি থ্রি-পিছ ৯শ টাকা ধরে ক্রয় করে টাকা দোকানির হাতে ৫শ টাকার দুটি নোট দেয়ার পর দোকানদার বলে এগুলো জাল নোট। তখন বোরহান ৫শ টাকার দুটো নোট ছিঁড়ে পেলে। এতে দোকানে থাকা কর্মচারী ও উপস্থিত জনতা মারধর করে পুলিশে দেয়।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক বলাই চাঁদপুর টাইমসকে জানান, ‘বোরহান জাল নোট চক্রের একজন সদস্য । কারণ এক সাথে ১০ হাজার টাকার নোট নিয়ে ঈদের বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভিড়ের মধ্যে রদবদল করার চেষ্টা করে। পেশাদার জাল নোট চক্রের সদস্যদের মতো যখনি জাল টাকা নিয়ে যখন হাতে নাতে ধরা পড়ে। তখনি সে জাল নোট ছিঁড়ে পেলে।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, স্টাফ করেসপন্ডেন্ট, হাজীগঞ্জ

Leave a Reply