Home / উপজেলা সংবাদ / চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে গবাদি পশু সহ কৃষক নিহত
চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে গবাদি পশু সহ কৃষক নিহত

চাঁদপুরের হাইমচরে বজ্রপাতে গবাদি পশু সহ কৃষক নিহত

বিএম ইসমাইল, হাইমচর প্রতিনিধি-

চাঁদপুরের হাইমচর উপজেলায় বজ্রপাতে গবাদি পশু সহ ১ জন নিহত ও ৬ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম(৪০), পেশায় কৃষক। বুধবার দুপুর ১টায় উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নে চরভাঙ্গা গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম চরভাঙ্গা গ্রামের ছামাত মাতাব্বরের ছেলে। একই সময় তার পালিত গবাদি পশু গাভীটিও বজ্রপাতে মারা গেছে।

আহত ছয় জনের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক হওয়ায় হাইচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন, নীল কমল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার (১২) ও জাকিয়া (১২)। বাকি চার শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানায়, নিহত আব্দুর রহিম ফসলী মাঠ থেকে গাভী আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। একই সময় চরভাঙ্গা গ্রামের ছয় স্কুল শিক্ষার্থী আহত হয়।

হাইচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা দীপন দেব আহতদের চিকিৎসা চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া বজ্রপাতে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।