Home / চাঁদপুর / চাঁদপুরের মানুষের মাঝে দেশপ্রেম রয়েছ : নৌ ডিআইজি
চাঁদপুরের মানুষের মাঝে দেশপ্রেম রয়েছ : নৌ ডিআইজি

চাঁদপুরের মানুষের মাঝে দেশপ্রেম রয়েছ : নৌ ডিআইজি

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাঠ পর্যায়ে চাঁদপুর অঞ্চল পরিদর্শনে এসে বাংলাদেশ পুলিশের ঢাকার নৌ ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান (বিপিএম, পিপিএম) বলেছেন, চাঁদপুরে এসে আমি অনুপ্রানিত, ধন্য। দেশের মধ্যে একমাত্র চাঁদপুর জেলাই মা ইলিশ রক্ষা কার্যক্রমে সবার আগে এগিয়ে আসে।’

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর ত্রিনদীর মোহনা বড়স্টেশন মোলহেডে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, রাজনীতি ব্যাক্তিত্ব, ম্যৎস্য কর্মকর্তা, সাংবাদিক, ম্যৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মা ইলিশ সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় নৌ-ডিআইজি আরো বলেন, চাঁদপুরে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এটা অন্য জেলায় বিরল। একানকার মানুষের মধ্যে দেশপ্রেম রয়েছে। কারণ দেশ প্রেম ছাড়া সকলে মিলে জাগ্রত হওয়া সম্ভব নয়। মা ইলিশ সংরক্ষণে সরকারের ভূমিকা অনেক। তারে সাথে চাঁদপুরের সবাই জড়িত। সরকার প্রতিবারই মা ইলিশ রক্ষায় বিভিন্ন নীতি নির্ধারণ করে থাকেন।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সহ-সভাপতি মানিক জমাদার, কাউন্সিলর ফরিদা ইলিয়াস, কান্ট্রিফিসিং সমিতির সভাপতি শাহআলম মল্লিকসহ ঢাকা এবং চাঁদপুরের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক-শরীফুল ইসলাম:
: আপডেট, বাংলাদেশ ০৮:৪৩ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply