Home / উপজেলা সংবাদ / চাঁদপুরের দু’উপজেলার ১৮ ইউনিয়নে ১৫টিতে নৌকার বিজয়
চাঁদপুরের দু’উপজেলার ১৮ ইউনিয়নে ১৫টিতে নৌকার বিজয়
ফাইল ছবি

চাঁদপুরের দু’উপজেলার ১৮ ইউনিয়নে ১৫টিতে নৌকার বিজয়

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮ ইউনিয়ন নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগের মধ্য দিয়ে নৌকা প্রতীকে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে। সদর উপজেলার ১২টির মধ্যে ১০টিতেই আওয়ামী লীগ এবং ২টিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

হাইমচরের ৫ ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী এবং ১টিতে বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন। এ উপজেলার অপর ইউনিয়ন ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা হয়নি। তবে এখানেই আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে রয়েছে।
সদর উপজেলার আওয়ামী লীগের নৌজা প্রতীকে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন :

১নং বিষ্ণুপুরে মোঃ নাছির উদ্দিন খান শামীম (প্রাপ্ত ভোট ১১৫৪০), নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হাবিবুর রহমান (ধানের শীষ)২০৩৬

২নং আশিকাটিতে বিল্লাল হোসেন মাস্টার (প্রাপ্ত ভোট ৯৪৫৭), নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলোয়ার হোসেন খান (ধানের শীষ)৪৩৮৭

৩নং কল্যাণপুরে সাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি (প্রাপ্ত ভোট ৩৫৯৩), নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সাইফুল আলম খান(ধানের শীষ) ২৩৭০

৫নং রামপুরে আল মামুন পাটোয়ারী (প্রাপ্ত ভোট ৬৮৮৪), নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.জাকির হোসেন (ধানের শীষ) ২১৬৯

৭নং তরপুরচ-ীতে ইমাম হাসান রাসেল গাজী (প্রাপ্ত ভোট ৩৪২০), নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিব কাজী (চশমা) ১১২৪, সরদার রফিকুল ইসলাম (ধানের শীষ) ৯৩৭

৮নং বাগাদীতে বেলায়েত হোসেন গাজী বিল্লাল (প্রাপ্ত ভোট ১৩০২০), নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী পাঠান (ধানের শীষ) ৩৪২২

১১নং ইব্রাহিমপুরে আবুল কাশেম খান (প্রাপ্ত ভোট ২৪৮৭), নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর পাটওয়ারী (ধানের শীষ) ১৩৫৭

১২নং চান্দ্রায় খান জাহান আলী কালু (প্রাপ্ত ভোট ৬৪৩৪), নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.শাহজাহান খান (ধানের শীষ) ২৬২৩

১৩নং হানারচরে আব্দুস সাত্তার রাড়ী (প্রাপ্ত ভোট ২১১৬) , নিকটতম প্রতিদ্বন্দ্বি মোক্তার গাজী (ধানের শীষ) ১২৬৬

১৪নং রাজরাজেশ্বরে হযরত আলী বেপারী (প্রাপ্ত ভোট ৩৪৩৬), নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন প্রধানীয়া (ধানের শীষ) ১৭৮১

সদর উপজেলার বিএনপির বিজয়ী ২ জন চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন

৪নং শাহমাহমুদপুরে স্বপন মাহমুদ (প্রাপ্ত ভোট ৫৮৮৮)
৬নং মৈশাদী ইউনিয়নে মনিরুজ্জামান মানিক (প্রাপ্ত ভোট ৩২৮৭)।

হাইমচর উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন :

১নং গাজীপুর ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান গাজী (প্রাপ্ত ভোট ১১৮১),

২নং আলগী দুর্গাপুর উত্তরে মনির আহামেদ দুলাল (প্রাপ্ত ভোট ৪০৩৬),

৪নং নীলকমলে সালাউদ্দিন আহামেদ সর্দার (প্রাপ্ত ভোট ৫৭৪৪)

৫নং হাইমচরে শাহাদাত হোসেন সরকার (প্রাপ্ত ভোট ৩৯৪২)।

আর বিএনপির একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে সর্দার আঃ জলিল মাস্টার (প্রাপ্ত ভোট ৫৭৩৮)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও অধিকাংশ ইউনিয়নে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে একাধিক।

এসব ঘটনায় দুই উপজেলায় মোট ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। আর কেন্দ্র দখল, ভোটডাকাতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে দু’উপজেলার ১৪ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ০৩:২৭ এএম, ০১ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply