Home / চাঁদপুর / চাঁদপুরের কৃষিব্যাংকে ৬ কোটি ৩৩ লাখ টাকা ঋণ বিতরণ

চাঁদপুরের কৃষিব্যাংকে ৬ কোটি ৩৩ লাখ টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ কৃষি ব্যাংকে চলতি ২০১৬ -২০১৭ অর্থবছরে চাঁদপুরে ৯৩ কোটি ১৬ লাখ টাকা কৃষি ঋণ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে আগস্ট ২০১৬ পর্যন্ত বিতরণ ৬ কোটি ৩৩ লাখ টাকা ।

আসন্ন শীতকালীন রবি মৌসুমে আলু,গম, সরিষা,সোয়াবিন,শীতকালীন শাক-সকজি, ইরি-বোরো ও দারিদ্রবিমোচন খাতে ওই অর্থ কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

চাঁদপুর কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান,‘ ফসল করার জমি আছে এমন চাষিকেই ব্যাংক ঋণ দিয়ে থাকে । চলতি বছর কৃষি উৎপাদন খাতে ৭৯ কোটি ১০ লাখ, দারিদ্রবিমোচন খাতে ১ কোটি ৫৫ লাখ,মৎস্য চাষে ৬ কোটি,গবাদি পশু ও হাঁস-মুরগি প্রতিপালন,গরু মোটাতাজাকরণ ইত্যাদি খাতে ৯ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত অনুমোদন পাওয়া গেছে।’

তিনি আরো জানান, চলতি বছর মসলা ও দুগ্ধ খামারিরা সহজ শর্তে ঋণ নিয়ে স¦াবলম্বী হতে পারে।এখাতে ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ওই পর্যন্ত ১০ জন খামারীকে ১৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছে ।

: আপডেট, বাংলাদেশ সময় ০৬:২০ পিএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

চাঁদপুরের কৃষিব্যাংকে ৬ কোটি ৩৩ লাখ টাকা ঋণ বিতরণ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি

Leave a Reply