Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় তুচ্ছ ঘটনায় গৃহবধূর ওপর হামলা
কচুয়ায় তুচ্ছ ঘটনায় গৃহবধূর ওপর হামলা

কচুয়ায় তুচ্ছ ঘটনায় গৃহবধূর ওপর হামলা

চাঁদপুরের কচুয়ায় শিশু বাচ্চাদের সাথে দুষ্টামির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূর উপর অমানবিক হামলা ও মারধর করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৮ জুন) সকালে উপজেলার আলিয়ারা বাজার সংলগ্ন জাগির গ্রামে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে।

হামলার শিকার গৃহবধূ মুক্তা বেগম (২৮) বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে

আহত মুক্তা বেগমের পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে জাগির গ্রামে মুক্তা বেগমের জা রাবেয়া বেগমের নাতনীর সাথে দুষ্টমির ছলে তার ছেলের সাথে মারামারি হয় ।

একপর্যায়ে রাবেয়া বেগম উত্তেজিত হয়ে মুক্তা বেগমের শিশু বাচ্চাকে বেধম প্রহার করে।

প্রতিবাদ করলে রাবেয়া বেগম গংরা মুক্তা বেগমকেও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মুক্তা বেগমকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা আরো জানিয়েছে, মুক্তা বেগম হিন্দু ধর্ম ত্যাগ করে জাগির গ্রামের হাবিব উল্যাহ সাথে মুসলিম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এরইমধ্যে কারণে-অকারণে রাবেয়া বেগম গংরা বেশ কয়েকবার মারধর করে এবং এ নিয়ে এলাকায় কয়েকবার শালিশ বৈঠক হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ পিএম, ১৮ জুন ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply