Home / চাঁদপুর / চাঁদপুরের অর্জিত ইজ্জত রক্ষা করতে হবে : জেলা প্রশাসক
চাঁদপুরের অর্জিত ইজ্জত রক্ষা করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুরের অর্জিত ইজ্জত রক্ষা করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘চাঁদপুরের অর্জিত ইজ্জত আমাদের রক্ষা করতে হবে। এসবি খালটি চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী খাল। খালটি পুনরুদ্ধার করা একটি চ্যালেঞ্জিং কাজ। এটা রক্ষা করা চাঁদপুরের মানুষের দাবি। তাই আমরা খালটি উদ্ধার করে আত্মবিশ্বাসী হতে চাই।এটি পুনরুদ্ধারের জন্যে সমাজের সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।’

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরের এসবি খাল পুনরুদ্ধারে সকল স্তরের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক যুগ্ম -সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শাহ মো.মাকসুদুল আলম, বিএম হান্নান, বর্তমান সাধারণ সম্পাদক জিএম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ।

প্রতিবেদক :মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৭,বুধবার
এজি

Leave a Reply