Home / আন্তর্জাতিক / প্রবাস / গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মালয়েশিয়ায় আলোচনা সভা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মালয়েশিয়ায় আলোচনা সভা

সোমবার২৩ আগস্ট, ২০১৫   ০৩ : ০৪ অপরাহ্ন

বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া:
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সান্দার ইন হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদ। মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক শাহিন সরদার ও সদস্য হুমায়ন আহমেদ এর যৌথ উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন মুকুল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, মুক্তিযোদ্বা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, হাবিবুর রহমান, হাফিজুর রহমান ডাবলু, হাজী জাকারিয়া, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী। বঙ্গমাতা পরিষদের সভাপতি হাজী মতিউর রহমান।

সভায় মকবুল হোসেন মুকুল বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি একুশে আগস্ট বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিনিধি মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক শক্তির প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘তৎকালীন জঙ্গি বেষ্টিত সরকার চেয়েছিল বাংলাদেশ থেকে প্রগতিশীলতার ধারা মুছে ফেলতে। চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চিরতরে নির্বাসনে পাঠাতে। কিন্তু তা সম্ভব হয়নি। ওই গণদুশমনরা বাংলা ও বাঙালির মধ্যমণি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার গভীর চক্রান্ত অব্যাহত রেখেছে।’

প্রধান বক্তার বক্তব্যে সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার বলেন, আওয়ামী লীগ লুটপাটের রাজনীতি করেনা। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে। জামায়াত-বিএনপি চেয়েছিল দেশটাকে ধ্বংস করতে। কিন্তু তারা পারেনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশ রক্ষার হাল ধরেছেন। সরোওয়ার আওয়ামীলীগের এক প্রবীণ নেতার উদ্বৃতি দিয়ে বলেন,”বাঘে মানুষ ছাড়ে কিন্তু শেখ হাসিনা ছাড়েনা” শেখ হাসিনার আমলেই সকল অপরাধীদের বিচার হবে। একুশে আগস্টের নারকীয় বর্বরতার পেছনে মুখ্য ভূমিকা পালনকারী সেই তথাকথিত রাজপুত্র তারেক জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহ আলম,আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন,মাহবুব আলম মজুমদার, শাহ আলম শাখা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মতিন সরকার, মালয়েশিয়া যুবলীগের যগ্ম আহবায়ক মনসুর আল বাশার সোহেল, ছাত্রলীগের আহবায়ক হুমায়ূন কবির, মুক্তিযোদ্বা প্রজন্ম লীগের সহ সভাপতি এস এম রাসেল হাওলাদার প্রমূখ।

সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।