Home / চাঁদপুর / গ্রীক মূর্তি অপসারণের দাবিতে স্মারকলিপি
গ্রীক মূর্তি অপসারণের দাবিতে স্মারকলিপি

গ্রীক মূর্তি অপসারণের দাবিতে স্মারকলিপি

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রীক দেবির মূর্তি অপসারনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলনের বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদ হোসেনের কাছে এ স্মারকলিি পেশ করেন।

স্মারকলিপিতি উল্লেখ্য করা হয়, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবি থেমিসের মূর্তি স্থাপন করা হয়েছে। বিষয়টি দেশের ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠির অন্তরে চরমভাবে আঘাত করেছে। সর্বোচ্চ বিচারালয়ে গ্রিক দেবীর মূর্তি স্থাপনের ফলে দেশের বৃহত্তর ধর্মীয় জনগোষ্ঠির ধর্মানুভূতিতে আঘাত লাগায় ইতিমধ্যে দেশব্যাপি ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে।

সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে গ্রীক দেবির মূর্তি অপসারন করার জোর দাবী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলাম আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. নূরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন, সমাজ কল্যাণ সম্পাদক মামুনুর রশীদ বেলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাজ জামাল গাজী সোহাগসহ আরো অনেকে।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply