Home / খেলাধুলা / গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাতের জামিন
গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাতের জামিন

গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাতের জামিন

শিশু নির্যাতনের ঘটনায় বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

এ জামিন পাওয়ার পরেও শাহাদাত হোসেন আপাতত কারাগার থেকে বের হতে পারছেন না। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ জামিনের মেয়াদ বহাল থাকবে।

আজ আদালতে শাহাদাতের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিরুল আমিন। অপরদিকে এ আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরেুজ্জামান কবির।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই ক্রিকেটারের জামিন আবেদন না মঞ্জুর করে আদেশ দেন।

অবশ্য একই আদালত গত ১ ডিসেম্বর ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে ১৭ জানুয়ারি পর্যন্ত জামিন দেন।

তবে শাহাদাতের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কোর্টের ডিএজি।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে যাওয়ার অভিযোগ এনে ক্রিকেটার শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।

রাজধানীর পল্লবী থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক। পরে শিশুটি সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয়।

এ ঘটনায় মামলা করেন ওই সাংবাদিক। পরে খবর পেয়ে ‘পালিয়ে যান’ জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী।

নির্যাতনের বর্ণনায় ওই শিশু আদালতের জবানবন্দিতে বলে, শাহাদাত রুটি বানানোর বেলন দিয়ে পিটিয়ে পরে আবার আঘাতের স্থানে বরফ লাগাতেন।

চোখের উপর অংশে বেশ কয়েকবার বেলন দিয়ে পেটানো হয়েছে বলেও আদালতকে জানিয়েছে মেয়েটি।