Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
মতলবে গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মতলবে গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

চাঁদপুরের মতলব উত্তরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, ডা. জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের প্রমূখ।

এদিকে একই দিন সকালে চাঁদপুরের মতলব উত্তরে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে সভায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকগণ হলে জাতি গড়ার কারিগর। সর্বোচ্চ শ্রদ্ধার প্রাত্র হলে আপনারা। আমি আশা করি আপনাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যে যার যার জায়গায় থেকে দায়িত্ব ঠিকভাবে পালন করলে অন্যের প্রয়োজন হয়না।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, নির্বাচন অফিসার কাজী হেকমত আলী, সমবায় অফিসার রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক আফজালুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোজাম্মল হক, মাহফুজ মিয়া, ইউপি চেয়ারম্যান সুবহান সরকার সুভা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লগের সভাপতি সানা উল্লা মোল্লা, সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ছেঙ্গারচর বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার, দি কার্টার একাডেমীর অধ্যক্ষ ইসমাইল হোসেন তফাদার, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম শহীদুজ্জামান রবি’সহ উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ।

এবারে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে বলে আলোচনা করা হয়।

প্রতিবেদক-খাঁন মোহাম্দ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৭ পিএম, ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply