Home / চাঁদপুর / গণহত্যা দিবসে বাগাদী ইউপির গণ জমায়েত
গণহত্যা দিবসে বাগাদী ইউপির গণ জমায়েত

গণহত্যা দিবসে বাগাদী ইউপির গণ জমায়েত

দেশে এই প্রথমবারের মতো গণ হত্যা দিবস উপলক্ষে শনিবার (২৫মার্চ)বিকাল ৫টায় গণ জমায়েত করেছেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ।

বাগাদী চৌরাস্তায় গণ জমায়েতে সভাপতির বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

তিনি বলেন, ১৯৭১সালের ২৫মার্চ রাতে ঢাকার রাজপথে ছাত্র-শিক্ষক, সাংবাদিক, রাজনিতিবিধ, দেশের জ্ঞানী-গুনীসহ সাদারণ মানুষকে নির্বিচারে হত্যা করে। একই রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে বন্দী করে পাকিস্তান কারাগাড়ে নিয়ে যায়। এবং সেখানে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করে ফাঁসির মঞ্চ তৈরী করে। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে পরে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতে বর্তমানে বিএনপি ৭১ সেই পরাজিত শক্তিদের সাথে হাত মিলিয়ে দেশের তরুন মেধাবী যুবকদের ইসলামের নাম ভাঙ্গীয়ে জঙ্গীবাদ তৈরী করছে। দেশের সাধারণ মানুষ হত্যা করছে।

বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতে খায়রুল আলম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান লিটু, সাবেক ছাত্রনেতা আবু বক্কর স্বপন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাগাদী ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন ঢালী, ৪নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন খান, ৯নং ওয়ার্ড সদস্য মনির হোসেন, সংরক্ষিত আসনের সদস্য মাহফুজা বেগম, শাহনারা বেগম, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মোল্লাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসবকলীগসহ ইউনিয়নবাসী।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৩: ১৭ এএম, ২৬ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply