Home / জাতীয় / খেলা শুরু, ওপেনিংয়ে তামিম-সৌম্য
খেলা শুরু, ওপেনিংয়ে তামিম-সৌম্য

খেলা শুরু, ওপেনিংয়ে তামিম-সৌম্য

এশিয়া কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে।

ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

এ ম্যাচে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন, পেসার আবু হায়দার রনি।

এছাড়া ইনজুরির শংকা কাটিয়ে দলে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর দল থেকে বাদ পড়েছেন স্পিনার আরাফাত সানি ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

অন্যদিকে ভারতের একাদশে কোন পরিবর্তন আসেনি। ম্যাচটি সন্ধ্যা ৭ টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ঝড়ো বৃষ্টি শুরু হলে খেলা শুরু হওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে মাঠ পর্যবেক্ষণ শেষে রাত সাড়ে ৯ টায় ম্যাচটি শুরু করার সিদ্ধান্ত হয়। তবে বিলম্বের কারণে ম্যাচের পরিধি কমিয়ে আনা হয়েছে। ২০ ওভারের খেলা এখন ১৫ ওভারে রূপ নিয়েছে।

এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতের কাছে হেরেছিল মাশরাফির বাংলাদেশ। কিন্তু এরপর আর কোন ম্যাচে হারেনি মাশরাফিরা। অন্যদিকে টুর্নামেন্টে এখনো অপরাজিত রয়েছে ভারত। বাংলাদেশ ২০১২ সালে প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশ ২ রানে হেরেছিল পাকিস্তানের কাছে।

খেলা হবে ১৫ ওভারে। পাওয়ার প্লে হবে পাঁচ ওভার। একজন বোলার সর্বোচ্চ তিন ওভার করে বল করতে পারবেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৩০ অপরাহ্ন, ০৬ মার্চ ২০১৬, রোববার

এমআরআর