Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / কোরআন শিক্ষায় মাও. আব্দুল হালিম মতলবে প্রথম
কোরআন শিক্ষায় মাও. আব্দুল হালিম মতলবে প্রথম

কোরআন শিক্ষায় মাও. আব্দুল হালিম মতলবে প্রথম

সহজ কোরআন শিক্ষা প্রদানে ইসলামিক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন মাওলানা আব্দুল হালিম গাজী।

তিনি মতলব পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্দমদী বায়তুল আজিম জামে মসজিদের খতিব।

ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রদানে বিভিন্ন মসজিদে ১শ’ জন কোরআন প্রশিক্ষক অংশ নেন।

এতে দ্বিতীয় স্থান অধিকার করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোজাম্মেল এবং তৃতীয় স্থান অধিকার করেন ঘিলাতলী গ্রামের প্রাক-প্রাথমিক শিক্ষিকা পারভীন আক্তার।

উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার সোলেমান, মডেল কেয়ার টেকার মাসুদ, সাধারণ কেয়ার টেকার, সালাউদ্দিন, আবুল হাসানাত ও আইয়ুব আলী কোরআন প্রশিক্ষকদের যাচাই বাছাই করে তাদের নাম ঘোষণা করেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply