Home / চাঁদপুর / কোমলমতি শিশুদের দেশপ্রেমে জাগ্রত করতে হবে : শামসুন্নাহার
কোমলমতি শিশুদের দেশপ্রেমে জাগ্রত করতে হবে : শামসুন্নাহার
বক্তব্য রাখছেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার

কোমলমতি শিশুদের দেশপ্রেমে জাগ্রত করতে হবে : শামসুন্নাহার

কোমলমতি শিশুদের দেশপ্রেমে জাগ্রত করতে হবে। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। তিনি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তথা সোনার বাংলার স্বপ্ন দেখেছেন।

শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর পুলিশ লাইন দরবার হলে জাতির জনকের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শিশুদের দেশপ্রেমে জাগ্রত করা ও জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে জানার লক্ষ্যেই জাতীয় শোক দিবসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতির এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও এ এসপি হেড কোয়ার্টার সাকিব আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন চিত্রশিল্পী সাধন সরকার, পুলিশ সুপার স্বামী মো. হেলাল উদ্দিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালিউল্লা অলি, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তফ াকামাল।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মো. মনির আহমেদ।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে।

কোমলমতি শিশুদের দেশপ্রেমে জাগ্রত করতে হবে : শামসুন্নাহার

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply