Home / চাঁদপুর / অর্ন্তকোন্দল হলে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না : পুলিশ সুপার
অর্ন্তকোন্দল হলে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না : পুলিশ সুপার

অর্ন্তকোন্দল হলে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না : পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট :

রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদপুর-এর নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার শামসুন্নাহার-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের শপথ চত্ত্বর থেকে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী বের হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন পুলিশ সুপার শামসুন্নাহার। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকাতিয়া নদীর মুখার্জিঘাট এলাকায় এসে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে রোটারী ক্লাবে এসে মতবিনিময় সভায় মিলিত হয়। রোটারী ভবন মিলনায়তনে কমিউনিটি পুলিশিং কমিটি চাঁদপুর-এর নেতৃবৃন্দের সাথে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. এসএম. শহিদ উল্যাহর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা সিপিও মনির আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে এসেছি। সেই হিসেবে শতভাগ কাজ করতে চাই। পুলিশ সুপার হিসেবে আমি চাঁদপুরবাসীর হৃদয়ে স্থান নিতে চাই। তাহলে ব্যক্তি হিসেবে স্থান পাবো। কমিউনিটি পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রতি বুধবার বৈঠক করা হবে।’

তিনি আরো বলেন, ‘সমাজে যারা অপরাধ করে তারা আমাদের চারপাশেরই লোক। যারা অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে সমাজ থেকে বাদ দিতে হবে। কোনো স্থানে দলাদলি কিংবা অর্ন্তকোন্দল হলে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না। সামনে পবিত্র ঈদুল ফিতর, এই উপলক্ষে মার্কেটগুলোতে এখন থেকে বেচাকেনা শুরু হয়েছে। কমিউনিটি পুলিশিকে নিয়ে ঈদ উপলক্ষে সকল কার্যক্রম বাস্তবায়ন করতে চাই।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শাকিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম, মডেল থানার অফিসার ইনাচার্জ এএইচ এনায়েত উদ্দিন পিপিএম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি কাজী শাহাদাত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা আলহাজ্ব সফিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জিন্নাহ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেন।

উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি রোটা. আ. আল মামুন, শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ আ. আউয়াল মজুমদার, বাগাদী ইউনিয়নের সভাপতি হাসান খান, চান্দ্রা ইউনিয়নের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৭-এর সাধারণ সম্পাদক নুরুজ্জামান কালু, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল- ১২-এর সাধারণ সম্পাদক ডা. সফিউল্লাহ, প্রচার সম্পাদক মিজানুর রহমান লিটন, পৌর কমিউনিটি পুলিশিং বিটি রোড মহল্লা কমিটির সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল, পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস প্রমুখ।

উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা জীবন কানাই চক্রবর্তী, শেখ আ. মান্নান, আবু জাফর মো. মাঈনুদ্দিন, হাইমচর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আ. শাহাদাত মাস্টার, কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আ. রশীদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণধন দেব, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০-এর সভাপতি আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১২-এর সভাপতি ফিরোজ আহম্মেদ সুমনসহ জেলা কমিউনিটি পুলিশিং, পৌর কমিউনিটি পুলিশিং, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ও বিভিন্ন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের কর্মকর্তারা।