Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া যাবে না’
‘কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া যাবে না’
ফাইল ছবি

‘কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া যাবে না’

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন । আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছেন। কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া যাবে না।

মঙ্গলবার (৩ জুলাই) মতলব দক্ষিণের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উল্টো রথযাত্রা উৎসব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। মতলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে হাজার হাজার ভক্তদের উপস্থিতি ও সমাগম দেখে আমি অত্যান্ত আনন্দিত। রথযাত্রা উৎসবই প্রমাণ করে আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে’

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, এএসপি সার্কেল রাজন কুমার দাস, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্য মোহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল নন্দী, মতলব জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহসভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান শ্যামল চন্দ্র দাস, মতলব জগন্নাথ মন্দির কমিটির হিসাবরক্ষক কানাই লাল সাহা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার ঘোষসহ মন্দির কমিটির নের্তৃবৃন্দ ও অন্যান্য ভক্তবৃন্দ।

মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ পিএম, ৪ জুলাই ২০১৭, মঙ্গলবার strong>
ডিএইচ

Leave a Reply