Home / উপজেলা সংবাদ / কেন্দ্র দখলের প্রস্তুতিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৩
কেন্দ্র দখলের প্রস্তুতিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৩

কেন্দ্র দখলের প্রস্তুতিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৩

চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। বিস্ফোরনের  সংবাদ পেয়ে রাতে হাইমচর থানা পুলিশ জড়িত বিল্লাল বেপারী ছেলে আল আমিনকে আটক করেছেন।

ঘটনার বিবরনে জানাযায় গত ২০ এপ্রিল  দুপুর ২টার দিকে হাইমচর উপজেলা গন্ডামারা গ্রামে কালু পাটওয়ারীর বাড়িতে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরনে  ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ সরকারের শ্যালক ও উপজেলা আ’লীগ নেতা বিল্লাল বেপারী ছেলে সোহাগ (৩২) এর ডান হাতের কবজী উড়ে যায়। কালু পাটওয়ারীর ছেলে ইউসুফ (৩০) পায়ে ও মুখে স্ট্রিন্টারের আঘাত প্রাপ্ত হয়। এ ছাড়া হজল আহমেদের ছেলে হেলাল (৩০) এর কান ফেটে যায়।

২০ এপ্রিল রাতে হাইমচর থানা পুলিশের উপ পরিদর্শক নুর ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিল্লাল বেপারীর ছেলে আলআমিন (বাবু)কে আটক করে। পুলিশ বাবুকে নিয়ে ঘটনাস্থল (কালু পাটওয়ারীর বাড়ি ) গিয়ে ১৩টি বোমা তৈরির কৌটা, তারকাটা, মারবেল ও কসটেপ সহ বোমা তৈরির সরাঞ্জম উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক যুবক জানান  গত ৫/৬দিন যাবত গন্ডামারা গ্রামের বিল্লাল বেপারীর ছেলে সোহাগ, বাবু, কালু পাটওয়ারীর ছেলে ইউসুফ, হজল আহমেদের ছেলে হেলাল, ফারুক হাওলাদারের ছেলে আল আমিন, মুন্সি বাড়ির বাবুল ও পাটওয়ারীর বাড়ির আনিস সহ ৬/৭জন যুবক কালু পাটওয়ারীর বাড়িতে আড্ডা দিতে শুরু করে।

আগামী ২৩ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে ৯নং গুবিন্দপুর ইউনিয়নের বিল্লাল বেপারীর  মেয়ের জামাই নিজ ইউনিয়নের কেন্দ্র দখলের জন্য বোমা তৈরি করছিল। বিপুল পরিমান বোমা তৈরি করে ২০ তারিখ দুপুরে তৈরিকৃত বোমা হাত থেকে পরে গিয়ে এ ঘটনা ঘটে।

একটি সূত্রে জানা যায় বর্তমানে আহতরা গোপনে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে । ঘটনাস্থল থেকে পুলিশ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

এ ঘটনায় হাইমচর থানার এসআই মোঃ নুর বাদী হয়ে মামলা দায়ের করেছন। মামলা নং ৬। বর্তমানে এ ঘটনায় হাইমচরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মো. নুর চাঁদপুর টাইমসকে জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জড়িত থাকার অভিযোগে আমরা বোমা তৈরির সরাঞ্জমসহ একজনজে আটক করেছি। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

]বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ৪:৫৭  পিএম, ২১ এপ্রিল  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ