Home / উপজেলা সংবাদ / ‘কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

‘কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

সানাউল হক, ফরিদগঞ্জ | আপডেট: ০৯:৩৭ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০১৫, মঙ্গলবার

ফরিদগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র মোধাবৃত্তি প্রদান অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র সভাপতি আলহাজ্ব মকবুল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিত-উল ইসলাম প্রিন্সের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, কিন্ডার গার্টেনগুলো প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষার্থীদের মেধা বিকাশে যে বৃত্তি প্রদান করে আসছে তা প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মোঃ কবির উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহম্মেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিয়াজী, আলবেরুনী প্রি ক্যাডেট কিন্ডার গার্টেনের অধ্যক্ষ অধ্যাপক জালাল উদ্দিন, ফরিদগঞ্জ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজ উদ্দিন ফরিদি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডার এসোসিয়েশন’র সহ সভাপতি নূরুল আমিন দেওয়ান, কোষাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, সদস্য এম বাশার মিলু, আবু সুফিয়ান, মামুনুর রশিদ, এমরান হোসেন, শরীফ, উদয়ন একাডেমীর অধ্যক্ষ শাহজাহান মাস্টার প্রমুখ।

প্রসঙ্গত, প্রতি বছর এ সংগঠনটি উপজেলায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান, সংবর্ধনা, সম্মাননা ও সনদপত্র বিতরণ করে আসছে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫