Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত

শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ মন্ত্রণালয় কর্তৃক স্থগিত আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলাসহ ৮ জেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

উচ্চ আদালতের আদেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান ফারুকী স্বাক্ষরিত একপত্রে সংশ্লিষ্টদেরকে বিষয়টি জানানো হয়।

এ দিকে আজ ১৮ জানুয়ারী শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১৭ জানুয়ারি বিকেলে বিজ্ঞপ্তি পাওয়ার পর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ এ কার্যক্রম স্থগিত করেন।

এ বিষয়ে তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘মহামান্য হাইকোর্টের আদেশে যাচাই বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তি পাওয়ার পর সবাইকে তা অবহিত করা হয়েছে।’

এ সংক্রান্ত পূর্বের সংবাদ-চাঁদপুরসহ ৮ জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

প্রতিবেদক- মো. মাহবুব আলমঃ
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply