Home / বিনোদন / কারো সাথে পরিচয় হলেই সহজে মিশতে পারি
Pori Sex

কারো সাথে পরিচয় হলেই সহজে মিশতে পারি

‘আমি আসলে প্রথম ছবি থেকেই নতুন নায়কের সঙ্গে কাজ করছি। কারো সাথে একবার আমার কথা পরিচয় হলেই মনে হয়, অনেক দিনের চেনা। সহজে মিশে যেতে পারি। যে কারণে মনে হয়, অনেক কাছের মানুষ।’ নতুন নায়কের সঙ্গে কাজের বিষয়ে পরী বলেন,

প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা পরী মণি। তাঁর বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন নবাগত নায়ক রোহান।

ছবিটি পরিচালনা করছেন গুণী পরিচালক মালেক আফসারী। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই পরী মণির প্রথম কাজ।

এ বিষয়ে জানতে চাইলে পরী মণি জানান, তিনি নিজেকে বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা মনে করেন। কোনো প্রতিষ্ঠানের নায়িকা তিনি নন।

সাধারণত জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে যাঁরা কাজ করেন, তাঁরা এর বাইরে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তেমন একটা কাজ করেন না। আপনার বেলায় বিষয়টি কী হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে বাংলাদেশের চলচ্চিত্রের মানুষ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি নই। জাজকে আমি একটি প্রোডাকশন হাউস হিসেবে চিনি। জাজ ছাড়াও এ পর্যন্ত প্রায় ৩০টি প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করেছি বা করছি। আমি এফডিসির নায়িকা। আমি এই ইন্ডাস্ট্রির নায়িকা হয়েই থাকতে চাই।’

পরিচালক মালেক আফসারীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “স্যারের সঙ্গে কাজের সুযোগটা আমি সব সময়ই চাই। তিনি যেভাবে অভিনয়টা বের করে নেন, সেটা আমাদের জন্য ক্লাস করার মতো। উনার কাছে অনেক কিছু শিখে আরো বেশি শেখার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিছুদিন আগে উনার সঙ্গে ‘অন্তর জ্বালা’ ছবির কাজ করেছি। এবারও আরেকটি ছবিতে কাজ শুরু করব, এটা আমার জন্য অনেক আনন্দের।”

নারীপ্রধান ছবিতে কাজের বিষয়ে পরী মণি বলেন, ‘আমি সব ধরনের ছবিতে কাজ করতে চাই। এর আগেও দর্শক গ্রামের সাধারণ মেয়ের চরিত্রে আমাকে দেখেছে। আবার শহরের স্মার্ট, চটপটে মেয়ের ভূমিকায়ও দেখেছে। আমি নিজেকে ভিন্ন চরিত্রে দর্শকের সামনে উপস্থিত করতে চাই। এটা নারীপ্রধান গল্প, যে কারণে এটাও আমার কাছে নতুন। আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো করতে পারি।’

শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে ‘রক্ত’ ছবির মহরতে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ‘রক্ত’ ছবির পরিচালক মালেক আফসারী, পরিচালক শাহিন সুমন, সোহানুর রহমান সোহান, ওয়াজেদ আলী সুমনসহ আরো অনেকে। (এনটিভি)

নিউজ ডেস্ক : আপডেট ১০:৩০ পিএম, ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার
ডিএইচ