Home / জাতীয় / কানাডা গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
SK Sinha
ফাইল ছবি

কানাডা গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

অসুস্থ মেয়েকে দেখতে কানাডা গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা হন প্রধান বিচারপতি।

সেখান থেকে তিনি আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে অংশ নেবেন। প্রধান বিচারপতির ব্যক্তিগত সচিব আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এস কে সিনহা ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা এসময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

গত ৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক এস কে সিনহার অনুপস্থিতিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ তাকে এ দায়িত্ব প্রদান করেছেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১: ২০ পিএম, ০৯ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply