Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / কবিরাজের অভিনব অস্ত্রোপচার : কিশোরের রগ কর্তন
কবিরাজের অভিনব অস্ত্রোপচার : কিশোরের রগ কর্তন

কবিরাজের অভিনব অস্ত্রোপচার : কিশোরের রগ কর্তন

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় কবিরাজের ভুল অস্ত্রোপচারে শাহপরান (১৫) নামে এক কিশোরের মাথার রগ কেটে গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার ঘাসিরচর গ্রামে দরবেশ নেকবর চাঁদ চিশ্তির স্মরণে আয়োজিত বাউল গান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কবিরাজের ভাই শাহজাহান (৪৩)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

লামচরি গ্রামের রুহুল আমিনের ছেলে গুরুতর আহত শাহপরান (১৫)কে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘাসিরচর গ্রামের আ. সামাদের ছেলে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম (৭০) দীর্ঘদিন যাবৎ কবিরাজী করেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ঘাসিরচর গ্রামে বাউল গানের অনুষ্ঠানে এসে ক্যাম্পাস খুলে শাহপরান নামে এক রোগীকে অস্ত্রোপচার করেন।

রোগীর মাথায় টিউমার অপারেশন করার সময় একটি রগ কেটে যায়। এতে শাহপরান গুরুতর আহত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হলে কবিরাজ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তাৎক্ষণিক পালিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সুমন জানান, রোগীর মাথার বাম পাশের একটি রগ কেটে গেছে। প্রচুর পরিমাণে রক্ত ঝড়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, কবিরাজ পালিয়ে যাওয়ায় রাতেই তার ভাই শাহজাহানকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনৈতিক কাজ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক-কামাল হোসেন খাঁন
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ৫৭ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার

এজি/এইউ

Leave a Reply